Tomar Pichu Charbo Na Lyrics by Nahid Hasan : Tomar Pichu Charbo Na Song Is Sung by Nahid Hasan . Starring: Imran Ahmed Saudagar And Loren Mendes. Music composed by And Ami Tomar Pichu Charbo Na Song Lyrics written by Autumnal Moon. Song : Tomar Pichu Charbo Na Singer : Nahid Hasan Lyrics, Tune & Music : Autumnal Moon Director : Al Masud DOP : BM Nazmul Label : Dhruba Music Station Tomar Pichu Charbo Na Song Lyrics In Bengali : হতে পারে কোনো রাস্তায়, কোনো হুড তোলা এক রিক্সায়, আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না। রোদে পোড়া এ রোমিও চেহারা তুমি বুঝলেনা আমার ইশারা, মন বলে যদি থামতে, তুমি থামলে না। তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকানোর, সাহস পেতাম না। আমার জড়-সড় এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে, প্রেম নাকি পাগলামি বলতে পারবোনা। লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না, তোমার পিছু ছাড়বো না। কোনো কাক-ডাকা এক সকালে তুমি বারান্দায় এসে দাড়ালে...
Comments
Post a Comment