Atlanta Lyrics (আটলান্টা) Raihan Rahee Song

Atlanta Lyrics by Raihan Rahee : Atlanta Song Is Sung by Raihan Rahee . Dekho Bishuddho Pathor Uriye Dilam Lyrics In Bengali Written by Raihan Rahee.

Song : Atlanta 

Vocal, Tune & Lyrics : Raihan Rahee

Atlanta Song Lyrics In Bengali :

কত ধোঁয়া উত্তাপে ভাপে স্বচ্ছ কাপে 

প্লাস্টার মোড়ানো নরম অধর, 

কত ভাগশেষ সময় কাঁটা হয়ে ঘুরে কাঁচ 

প্রতিরক্ষায় ঘেরা ঘড়ির ভেতর,

তবু অবিকল চোখ সচল কাজলে কাঁপা 

আয়না ধরে কোন জলের ভরে,

তবু কাব্যিক মেঘ শাব্দিক বেগে 

ফাঁকা বায়না ধরে কোন রোদের জ্বরে,

তুমি  জানো  কি তা ?

তুমি  জানো  নি তা ?

দেখো বিশুদ্ধ পাথর উড়িয়ে দিলাম 

তোমার নামে এ,

চা-চিনির এই সম্পৃক্ত রসায়ন গিলে নেয় 

বিকেল রোদ,

বহুরুপী আকাশের দিকে তাকাতে গিয়ে 

দেখে ফেলি তোমায়,

জেনে যাই কতটা আড়াল 

উন্মুক্ত করে তোমার আটলান্টিক চোখ।   

কত দৃশ্যের ছবি জেনে ছদ্ম গ্রাফিতি 

রঙের আড়াল করে খয়েরি ইট, 

কত ক্ষয়ের নেশা ফের জয় করেছে 

ধূলোমাখা টেকসই শ্বেত কংক্রিট, 

তবু অবিকল চোখ সচল কাজলে কাঁপা 

আয়না ধরে কোন জলের ভরে,

তবু কাব্যিক মেঘ শাব্দিক বেগে 

ফাঁকা বায়না ধরে কোন রোদের জ্বরে,

তুমি  জানো  কি তা ?

তুমি  জানো  নি তা ?

দ্যাখো বিশুদ্ধ পাথর উড়িয়ে দিলাম 

তোমার নামে এ,

চা-চিনির এই সম্পৃক্ত রসায়ন গিলে নেয় 

বিকেল রোদ,

বহুরুপী আকাশের দিকে তাকাতে গিয়ে 

দেখে ফেলি তোমায়,

জেনে যাই কতটা আড়াল 

উন্মুক্ত করে তোমার আটলান্টিক চোখ।

আটলান্টা লিরিক্স - রায়হান রাহী :

Dekho bishuddho pathor uriye dilam

Tomar naame

Chaa chinir ei somprikto roshayon gile ney

Bikel rod

Bohurupi akasher dike takate giye

Dekhe feli tomay

Jene jai kotota aral

Unmukto kore tomar atlantic chokh

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Eseche Sarat Himer Paras Poem Lyrics (এসেছে শরৎ হিমের পরশ)

Keu Kotha Rakheni Poem Lyrics (কেউ কথা রাখেনি) Munmun Mukherjee | Sunil Gangopadhyay

Taking saffron supplements may help lower inflammation in ulcerative colitis