Kosto Gulo Lyrics (কষ্ট গুলো) Abir Biswas Song

Kosto Gulo Lyrics by Abir Biswas : Kosto Gulo Song is Sung by Abir Biswas . Starring: Prakash Sikder, Shamayera Sheikh, Abir, Sanjay Das, Om Abir And Joy Dey. Music Composed by Abir Biswas And Song Lyrics In Bengali Written by Sourav Goswami.

Song : Kosto Gulo

Vocal & Music : Abir Biswas

Lyrics : Sourav Goswami

Programming, Mix and Master : Abir Biswas

DOP : Adiattaya Chatterjee

Produced by : Prabir Jana

Label : KMJ Music Series

Kosto Gulo Song Lyrics In Bengali :

কষ্ট গুলো জমে আছে মনের গভীর কোণে

তারে যত্ন করে রেখেছিলাম আমার এই মনে,

তার নানান রঙের বায়নাতে কাটতো যে দিন গুলো

সেই দিন গুলো আজ একলা বসে কাঁদে রে গোপনে।

রাত্রি গুলো কাটছে  একা

চোখের জলে স্বপ্ন দেখা,

খুঁজে ফিরি তার স্মৃতি 

আজও পোড়া জীবনে।

কষ্ট গুলো জমে আছে মনের গভীর কোণে

তারে যত্ন করে রেখেছিলাম আমার এই মনে,

তার নানান রঙের বায়নাতে কাটতো যে দিন গুলো

সেই দিন গুলো আজ একলা বসে কাঁদে রে গোপনে।।

ইচ্ছে ছিলো তোমায় নিয়ে হরিয়ে যাবো অনেক দূরে

নতুন করে বাঁধবো বাঁধন থাকবো সুখে কুঁড়ে ঘরে,

বাসবো ভালো সারাজীবন কথা তুমি দিয়েছিলে 

কেন এমন ব্যাথা দিয়ে আমায় তুমি কাঁদিয়ে গেলে?

দুঃখ গুলো জমে আছে মনেরই গোপনে

জানি ফিরবেনা সে আর কোনদিন আমার এ জীবনে,

সে ছেড়ে গেছে যাওয়ার আগে যায়নি কিছুই বলে

তবু কেনো রে মন তারই আশায়

আজও রে দিন গোনে?

রাত্রি গুলো কাটছে একা 

চোখের জলে সপ্ন দেখা,

খুজে ফিরি তার স্মৃতি আজও পোড়া জীবনে।

কষ্ট গুলো জমে আছে মনের গভীর কোণে

তারে যত্ন করে রেখেছিলাম আমার এই মনে,

তার নানান রঙের বায়নাতে কাটতো যে দিন গুলো

সেই দিন গুলো আজ একলা বসে কাঁদে রে গোপনে।

রাত্রি গুলো কাটছে  একা

চোখের জলে সপ্ন দেখা,

খুজে ফিরি তার স্মৃতি আজও পোড়া জীবনে।

কষ্ট গুলো জমে আছে মনের গভীর কোণে

তারে যত্ন করে রেখেছিলাম আমার এই মনে,

তার নানান রঙের  বায়নাতে কাটতো যে দিন গুলো

সেই দিন গুলো আজ একলা বসে  কাঁদে রে গোপনে।।

কষ্ট গুলো লিরিক্স - আবির বিশ্বাস :

Kosto gulo jome ache moner gobhir kone

Taare jotno kore rekhechilam amar ei mone

Tar nanan ronger baynate katto je din gulo

Sei din gulo aaj ekla bose kandere gopone

Raatri gulo katche eka

Chokher jole shopno dekha

Khuje firi taar smriti aajo pora jibone

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Eseche Sarat Himer Paras Poem Lyrics (এসেছে শরৎ হিমের পরশ)

Keu Kotha Rakheni Poem Lyrics (কেউ কথা রাখেনি) Munmun Mukherjee | Sunil Gangopadhyay

Taking saffron supplements may help lower inflammation in ulcerative colitis