Khuje Paabe Na Amake Lyrics (খুঁজে পাবে না আমাকে) Somlata

Khuje Paabe Na Amake Lyrics by Somlata : Khuje Paabe Na Amake Song Is Sung by Somlata Acharyya Chowdhury And Rap by Abhisu Rakshit. Music Arrangement, Keyboards Producer Sudipto Banerjee. Khuje Pabe Na Amake Lyrics Written by Abhisu.

Song Name : Khuje Paabe Na Amake

Singer : Somlata Acharyya Chowdhury

Rap & Lyrics : Abhisu Rakshit

Drums : Sambit Chatterjee

Recorded and Mixed by : Sayan Ghosh

Mastered at HM Mastering by : Huntley Miller

Shot, Edited & Directed by : Somdeb Sengupta

Executive Producer : Abhishek Nona Bhattacharya

Produced by : Somlata And The Aces

Khuje Paabe Na Amake Song Lyrics In Bengali : কি হবে, কে জানে

আজ শব্দের ভিড়ে ভাবনা যায় পালিয়ে,

হারিয়ে,

ভেসে বেড়াই অজানা সুরের খোঁজে।

এভাবে,

দিশেহারা অস্থির আলোর রেসে

পাবে কে,

সময়ের কাঁটা দেবে যে ঘুরিয়ে,

যেখানে ডানা মেলে উড়ে যাই শেষে

সেখানে আসতে হলে যাও ঘুমের দেশে।..

খুঁজে পাবে না আমাকে

ধূসরিত বাস্তবে,

ভুলে যাও তবে নিজেকে

এই ক্লান্ত শহরে।

খুঁজে পাবে না আমাকে

ধূসরিত বাস্তবে,

ভুলে যাও যদি নিজেকে

দেখো দাঁড়িয়ে আমি তোমার পাশে।

রাতের এই, ফাঁদেতে

নেশাতুর জগৎ মাতাল কোন খেয়ালে,

দাঁড়িয়ে, দাঁড়িয়ে,

ছুটে বেড়ায় কোন স্বপ্নের হাতছানিতে,

যার টানে, যার টানে

আমার মনের দুয়ার'রা যায় মিলিয়ে

ডাকে কে, ডাকে কে

আমার আমি স্বাধীন সেই প্রান্তরে

যেখানে ডানা মেলে উড়ে যাই শেষে

সেখানে আসতে হলে যাও ঘুমের দেশে।..

খুঁজে পাবে না আমাকে

ধূসরিত বাস্তবে,

ভুলে যাও তবে নিজেকে

এই ক্লান্ত শহরে।

খুঁজে পাবে না আমাকে

ধূসরিত বাস্তবে,

ভুলে যাও যদি নিজেকে

দেখো দাঁড়িয়ে আমি তোমার পাশে।

দাঁড়িয়ে আমি তোমার পাশে তবু

আছে একটাই কথাই বলার শুধু

তুমি খোঁজো যাকে নেই সে যে এখানে

শুধু আছি আমি ফেলে সব পিছনে

আজ পৃথিবীতে নেই কোনো চিন্তা

ডান্সফ্লোরে জেগে ওঠে এই দিনটা

সব এলোমেলো ভাবনার বাজারে

আবেগের খেলা চলে এলো আঁধারে

চেয়ে দেখো তুমি সবাই হারিয়ে যায়

ধুঁয়াশার মাঝে হঠাৎ মিলিয়ে যায়

এই ঘোরে আর পারছিনা থাকতে

তুমি থাকো আমি চলি নিঃশব্দে।

খুঁজে পাবে না আমাকে

ধূসরিত বাস্তবে,

ভুলে যাও তবে নিজেকে

এই ক্লান্ত শহরে।

খুঁজে পাবেনা আমাকে..

ভুলে যাও যদি নিজেকে..

খুঁজে পাবে না আমাকে লিরিক্স - সোমলতা আচার্য্য চৌধুরী :

Khuje pabe na amake

Dhushorito bashtobe

Bhule jao tobe nijeke

Ei klanto shohore

Khuje pabe na amake

Dhushorito bashtobe

Bhule jao jodi nijeke

Dekho dariye ami tomar pashe

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Eseche Sarat Himer Paras Poem Lyrics (এসেছে শরৎ হিমের পরশ)

Keu Kotha Rakheni Poem Lyrics (কেউ কথা রাখেনি) Munmun Mukherjee | Sunil Gangopadhyay

Taking saffron supplements may help lower inflammation in ulcerative colitis