Ami Tomakei Bole Debo Lyrics (আমি তোমাকেই বলে দেবো) Sanjeeb Choudhury

Ami Tomakei Bole Debo Lyrics by Sanjeeb Choudhury : Ami Tomakei Bole Debo Song Is Sung by Sanjeeb Choudhury from Hridoypur Dalchhut Band Bengali Album. Music Tune by Bappa Mazumder. Ami Tomakei Boley Debo Ki Je Eka Dirgho Raat Song Lyrics written by Sanjeeb Chowdhury.

Song : Ami Tomakei Bole Debo

Album Name : Hridoypur (2000)

Singer : Sanjeeb Chaudhury

Tune : Bappa Mazumder

Band Name: Dalchhut Band

Ami Tomakei Bole Debo Song Lyrics In Bengali : আমি তোমাকেই বলে দেবো

কিযে একা দীর্ঘ রাত,

আমি হেঁটে গেছি বিরাণ পথে।

আমি তোমাকেই বলে দেবো

সেই ভুলে ভরা গল্প,

কড়া নেড়ে গেছি ভুল দরজায়।

ছুঁয়ে কান্নার রঙ,

ছুঁয়ে জোছনার ছায়া।

আমি তোমাকেই বলে দেবো

কিযে একা দীর্ঘ রাত,

আমি হেটে গেছি বিরাণ পথে।

আমি তোমাকেই বলে দেবো

সেই ভুলেভরা গল্প,

কড়া নেড়ে গেছি ভুল দরজায়।

ছুঁয়ে কান্নার রঙ,

ছুঁয়ে জোছনার ছায়া।

আমি কাউকে বলিনি সে নাম

কেউ জানেনা, না জানে আড়াল,

জানে কান্নার রঙ

জানে জোছনার ছায়া।

তবে এই হোক

তীরে জাগুক প্লাবন,

দিন হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবণ।

তুমি কান্নার রঙ,

তুমি জোছনার ছায়া।

তুমি কান্নার রঙ,

তুমি জোছনার ছায়া।

আমি তোমাকেই বলে দেবো

কিযে একা দীর্ঘ রাত,

আমি হেঁটে গেছি বিরাণ পথে।

আমি তোমাকেই বলে দেবো

সেই ভুলে ভরা গল্প,

কড়া নেড়ে গেছি ভুল দরজায়।

ছুঁয়ে কান্নার রঙ,

ছুঁয়ে জোছনার ছায়া।

আমি তোমাকেই বলে দেবো লিরিক্স - সঞ্জীব চৌধুরী :

Ami tomakei bole debo

Ki je eka dirgho raat

Ami hete gechi biran pothe

Ami tomakei boley debo

Sei bhule bhora golpo

Kora nere gechi bhul dorojay

Chuye kannar rong, Chuye jochnar chaya

Ami kauke bolini se naam

Keu janena na jane aral

Jane kannar rong, jane jochonar chaya

Tobe ei hok teere jagug plabon

Din hok labonyo hridoye shrabon

Tumi kannar rong tumi joshnar chaya

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Eseche Sarat Himer Paras Poem Lyrics (এসেছে শরৎ হিমের পরশ)

Keu Kotha Rakheni Poem Lyrics (কেউ কথা রাখেনি) Munmun Mukherjee | Sunil Gangopadhyay

Taking saffron supplements may help lower inflammation in ulcerative colitis