Moner Moto Lyrics (মনের মতো) Dipaayan Banerjee | Archie’r Gallery
Moner Moto Lyrics by Dipaayan Banerjee : Moner Moto Song Is Sung by Dipaayan Banerjee from Archie'r Gallery Bengali Movie. Music Composed by Aneek Dhar. Moner Moto Lyrics In Bengali Written by Nilanjan Chakraborty. Starring Bonny Sengupta And Ayoshi Talukdar . Song : Moner Moto Movie : Archie'r Gallery Singer : Dipaayan Banerjee Lyrics : Nilanjan Chakraborty Composer : Aneek Dhar Music programmed, Mixed & Mastered by : KD Director: Promita Bhattacharya Music on : Zee Music Company Moner Moto Song Video : Moner Moto Song Lyrics In Bengali : হঠাৎ এ মন, হাওয়ার মতন চোখে ধুলোর আঁচড়ে, ডানা বেঁধে মন হারাতে তার চোখে ঘর দেখেছে। হঠাৎ এ মন, হাওয়ার মতন চোখে ধুলোর আদরে, কোথায় যে তার বালির প্রাসাদ ওই মনে ঘর বেঁধেছে। সে যে আমার মনের মতো তবে আমার মতো সে নয়, সে যে আমার মনের মতো তবে আমার মতো সে নয়।। হঠাৎ আবার, চেনা হাওয়ার চোখে এ চোখ থেমেছে, মনের পরাগ লুকোনো থাক মন ভরে দেখি তাক...