Srotoshini Lyrics by Encore Band : Srotoshini Song Is Sung by Shakib Ul Islam from Encore Bangla Band Album Chinho. Mixed and Mastered by Syed Arif Al Hoque. Tune by Shakib Ul Islam. Srotoshini Lyrics In Bengali Written by Shakib Ul Islam. Music Composed by Encore Band.      Song : Srotoshini      Band : Encore      Album : Chinho     Vocal And Lyrics : Shakib Ul Islam     Guitars : Yeamin Abrar & Muzayed Imam     Drums : Mirza Sabir     Bass : Fahad Hussain      Srotoshini Song Video :     Srotoshini Song Lyrics In Bengali :     শ্রাবন ধারায় এত চেনা কি খুঁজে পাও?     যা আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণও,     আমার সরল রেখার চিন্তা ধারায়     আড়াআড়ি করে দাগ কাটো কেন ?     নাকি কাঁদিয়ে আমাকে সেই     চোখের জলে ভেজো,     তৃষ্ণার্ত হৃদয়ে শুধুই আমি মরিচিকার মত।      তবে তাই যদি হয় করি নাকো ভয়     জানি আঁধার রাত ঘনিয়ে হবে, সূর্যোদয়,     আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ      যারে নিরন্তর পাহারা দেয়,      এক কাঁটার বাগান।      পাহাড় চুড়ায় বেয়ে আকাশ তো ছুঁতে দেখিনি      স্রোতস্বিনীর হাওয়ায় পাড়...
 
Comments
Post a Comment