Ojosro Kabbo Lyrics (অজস্র কাব্য) Rb Munad | Nilam Sen
Ojosro Kabbo Lyrics by Rb Munad And Nilam Sen : Ojosro Kabbo Song Is Sung by Rb Munad And Nilam Sen . Lyrics Written by Syda Naim. from Shopno Various Artists Bengali Album. Music Composed by Piran Khan. Song : Ojosro Kabbo Album : Shopno Singer : Rb Munad & Nilam Sen Lyrics : Syda Naim Composer : Piran Khan Music Publisher : POD Ojosro Kabbo Song Lyrics In Bengali : অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি আজ আমার সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস। অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লেখা অফুরন্ত ভালবাসা নিয়ে তোমার অপেক্ষায় থাকা। জানি তুমি ফিরে আর তাকাবেনা নেই কোন পিছুটান, ফিরে আসবে তুমি আমার কাছে কোন এক আহবানে। ভালবাসি তোমায় অবিরত থাকতে চাই তোমার পাশে, ছায়ার মত হয়ে আর একটিবার ফিরে আসতে। আজ তুমি নেই আমার পৃথিবীতে তোমায় নিয়ে স্বপ্ন আমার বিপরীতে। জানি তুমি ফিরে আর তাকাবেনা নেই কোন পিছুটান, ফিরে আসবে তুমি আমার কাছে কোন এক আহবানে।। চলে যদি যাবে চলে কেন এসেছিলে ? যাচ্ছ চলে দূরে, বহু-...