Likhchi Tomay Lyrics (লিখছি তোমায়) Saswati Bhattacharjee
Likhchi Tomay Lyrics by Saswati Bhattacharjee : Likhchi Tomay Song Is Sung by Saswati Bhattacharjee . Music Composed by Dhrubo Bhattacharjee And Likhchi Tomay Gaaner Sure Lyrics In Bengali Written by Supratim Mondal. Song : Likhchi Tomay Singer : Saswati Bhattacharjee Music Director : Dhrubo Bhattacharjee Lyricist : Supratim Mondal Director : Shuvo Bhatacharjee Production House : JAM52 Producer : Dhrubo Bhattacharjee Label : Amara Muzik Bengali Likhchi Tomay Song Lyrics In Bengali : শীতের রাতে আঁধার ছুঁয়ে ছুটছি আমি ভাসছি নাও এ, কোন কথা তে তোমার আমার এ অভিমান প্রহর গুনে, চাঁদের আলো মেঘের দলে জোসনা রাত্রি বাগান ছাদে, মন খেয়ালি আমার জানি তবু তোমার প্রেমে ভেতর কাঁদে। লিখছি তোমায় গানের সুরে একলা হওয়া মধ্যরাতে, ভাবছি শুধুই তোমার আমার এ গল্প-গান। শীতের রাতে আঁধার ছুঁয়ে দাগ কেটেছে মন কাগজে, তোমার আমার এ অভিমান রোজ সুর লিখে যায় পাতার ভাঁজে, সাঁঝের বাতি নিভলো ভোরে দেখো ...