Kemne Dekho Sid Kete Chor Lyrics (চোর) Dhrubo
Kemne Dekho Sid Kete Chor Lyrics by Dhrubo : Kemne Dekho Sid Kete Chor Song Is Sung by Dhrubo . Ore Kemne Dekho Sid Kete Chor Ashe Ghore Lyrics In Bengali Written by Dhrubo. Music Composed by Rokon Emon. Song : Chor Vocal, Lyrics & Tune : Dhrubo Music director : Rokon Emon Kemne Dekho Sid Kete Chor Song Lyrics In Bengali : ওরে কেমনে দেখো সিঁদ কেটে চোর আসে এ ঘরে, ভাইরে ভাই কেমনে দেখো সিঁদ কেটে চোর আসে এ ঘরে, ওরে কেমনে দেখো চোর আসে যায় যখন আমি থাকি ঘুমায়ে, আর জাগার সাথে সাথে কিছু বোঝার আগে কেমনে কেটে পড়ে, ও ভাইরে ভাই কেমনে দেখো সিঁদ কেটে চোর আসে এ ঘরে।। চোর ভিন্ন রূপে, আসে ভিন্ন ভাবে যায় ভিন্ন প্রকারে, চোর ভিন্ন রূপে, আসে ভিন্ন ভাবে যায় ভিন্ন প্রকারে, আর ভিন্ন কৌশলে, কেমনে চুরি করে, আমার অগোচরে। ও ভাইরে ভাই কেমনে দেখো সিঁদ কেটে চোর আসে এ ঘরে।। ক্ষণে উদয়, চোরের ক্ষণে অস্ত ক্ষণে শূন্য হাতে ফিরে, চোরের ক্ষণে উদয়, চোরের ক্ষণে অস্ত ক্ষণে শূন্য হাতে ফিরে, এই শূন্য ঘরে কিছু পাব...